উত্তরপ্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানে জিন্স টি-শার্টে নিষেধাজ্ঞা যোগীর


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

ভারতের উত্তরপ্রদেশের প্রায় পাঁচশ কলেজে জিন্স এবং টি-শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান ও গুটখা নিষেধাজ্ঞা করেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির এই নেতা।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথের এই নির্দেশ রাজ্যের ১৫৮টি সরকারি ও ৩৩১টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের পাশাপাশি এসব কলেজের শিক্ষক-শিক্ষিকাগণকেও শালীন পোশাক পরার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া জিনস এবং টি-শার্ট না পরারও নির্দেশনা দেয়া হয়। স্কুলের শিক্ষার্থীরা যাতে রাজ্য সরকারের এই নির্দেশনা উপেক্ষা করতে না পারে সেবিষয়ে শিক্ষকদেরকে নজরদারি করতে বলা হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।