বেনগাজিতে লিবিয়ার সাংবাদিককে হত্যা


প্রকাশিত: ১১:৫১ এএম, ২৩ এপ্রিল ২০১৫

বেনগাজির দ্বিতীয় শহরে ইসলামিস্ট জঙ্গি ও সরকারপন্থি বাহিনীর মধ্যে চলা যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মুফতাহ আল-কুট্রানি নামে একজন লিবিয়ান টেলিভিশন সাংবাদিককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার অফিসিয়াল ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছে।  

বুধবার মাথায় গুলি করে প্রাইভেট প্রোডাকশন কোম্পানি আল-আনোয়ারের পরিচালক মুফতাহ আল-কুট্রানিকে হত্যা করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

অফিস সূত্রে জানা যায়, নিহতের বন্ধুরা অফিসে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় চেয়ারের সঙ্গে পরে থাকতে দেখেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, হত্যার বিষয়ে কোনো কিছু ধারণা করা যাচ্ছে না এবং আশেপাশে কোনো অস্ত্রও ছিলো না।

একে/আরআইপি


 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।