রাশিয়ার পাতাল রেলে হামলার কিছু দৃশ্য


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৪ এপ্রিল ২০১৭

রাশিয়ার পিটার্সবার্গ শহরের দুটো পাতাল রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই বিস্ফোরণে আহত হয়েছে আরো অন্তত ৫০ জন।

russiain
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো পাতাল ট্রেনে দুটি বিস্ফোরণ ঘটেছে।

russiain
বিস্ফোরণের পর মেট্রো স্টেশন থেকে ৫০ জনের বেশি আহত মানুষকে দ্রুত সরিয়ে নেন উদ্ধার কর্মীরা।

russiain
বিস্ফোরণে প্রাণে বেঁচে যাওয়া মানুষের আতঙ্ক যেনো কাটছেই না।

russiain
ক্ষতস্থানে রুমাল চেপে রক্ত বন্ধের চেষ্টা করছেন বিস্ফোরণে আহত একজন।

russiain
ধারণা করা হচ্ছে, পাতাল রেলে হামলায় বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে।

russiain
স্টেশনের বাইরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। চারদিকে সতর্ক দৃষ্টি রাখেন নিরাপত্তারক্ষী বাহিনী।

russiain
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়।

russiain
বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে মোমবাতি প্রজ্বালন করেন সাধারণ মানুষ।

কেএ/টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।