কানাডার সেই মদ্যপ পাইলটের ৮ মাসের কারাদণ্ড


প্রকাশিত: ০৩:১৬ এএম, ০৪ এপ্রিল ২০১৭

কানাডার একটি বিমানের পাইলটকে মদ্যপান করে ককপিটে উঠার দায়ে আট মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মিরোস্লাভ গ্রোনিচ নামের ৩৭ বছর বয়সী ওই পাইলটকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করা হয়েছিল। অতিরিক্ত মদ্যপান করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার বিষয়টি স্বীকার করেছেন পাইলট। খবর বিবিসির।

সানউইং নামে একটি বিমান সংস্থার পাইলট ছিলেন গ্রোনিচ। তার শরীরে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেছে।

কানাডার আলবার্টা প্রদেশের আদালত ওই পাইলটকে বিমান চালানোর উপর এক বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে। তার কারাবাসের মেয়াদ শেষ হলে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আদালতে দেয়া বিবৃতিতে বিমানের সহকারী পাইলট জানিয়েছেন, মদ্যপ অবস্থায় ককপিটে ঢোকার পর পাইলট পরে বিমান থেকে চলে গেছেন। তখন আরেকজন পাইলট বিমানটিকে মেক্সিকোর কানকুনে নিয়ে যান। বিমানটিতে সেসময় ১১০ জন যাত্রী ছিলেন। পাইলটের সাজার বিষয়ে বিমানসংস্থা সানউইং কোনো মন্তব্য করেনি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।