রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা, আহত ৭


প্রকাশিত: ১১:২৭ এএম, ২৫ আগস্ট ২০১৪

রাজশাহী রেলওয়ে স্টেশনে মোটরশ্রমিকদের হামলায় জিআরপি ও নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার কুদরত উল্লাহ জানান, রোববার রাত ৩টার দিকে রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে মোটরশ্রমিক ইউনিয়নকর্মী ও স্থানীয় যুবক রমজান আলীসহ কয়েকজন গাঁজা সেবন করছিলেন। এ সময় রেলওয়ে নিরাপত্তা প্রহরী কাউসার আলম তাদের বাধা দেন এবং প্ল্যাটফর্ম ত্যাগ করতে বলেন। এ নিয়ে ওই যুবকদের সঙ্গে কাউসারের কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরেই সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কলারবয় রমজান ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ইস্রাফিলসহ ৩০-৪০ জন লোক লোহার রড় ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্টেশনে এসে ভাঙচুর ও দায়িত্বরত নিরাপত্তা প্রহরী কাউসারকে মারধর শুরু করেন।

কাউসারকে বাঁচাতে গিয়ে জিআরপি সদস্য জহুরুল, রাসেল ও সৈয়ম আহত হন। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হন এবং কনস্টেবল রোকনুজ্জামানকে মারধর করে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় জিআরপির এসআই সাহাবুল, হাসিবুল, কনস্টেবল বাদশা মিয়া ও রোকনুজ্জামান আহত হন।

এদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে স্থানীয়দের হামলার খবর পেয়ে মহানগর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের উদ্ধার করে।

রাজশাহী মহানগর পুলিশের সহাকারী কমিশনার ইফতেখার আলম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মহানগর পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।