গ্রেনেড নিয়ে বিমানে ওঠার পথে ভারতীয় সেনা আটক


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৩ এপ্রিল ২০১৭

ভারতের শ্রীনগর বিমানবন্দরে গ্রেনেড নিয়ে বিমানে ওঠার পথে এক ভারতীয় সেনাকে আটক করা হয়েছে। ওই সেনা দিল্লি যাওয়ার উদ্দেশে বিমানে উঠছিলেন।

সোমবার সকালে ওই সেনার ব্যাগের মধ্যে দু’টি গ্রেনেড পাওয়া গেছে। বিমানবন্দর পুলিশ জানিয়েছে, ওই সেনার নাম গোপাল মুখিয়া। তিনি কাশ্মিরের উরি সেক্টরে দায়িত্বরত।

পুলিশ জানিয়েছে, তিনি দিল্লির উদ্দেশে বিমানে ওঠার আগেই তার ব্যাগ চেক করার সময় দু’টি গ্রেনেড উদ্ধার করা হয়। তবে ওই সেনা বলছেন, এক উর্ধ্বতন সেনা কর্মকর্তা তাকে এই গ্রেনেড দুটি দিয়েছেন।

পুলিশ বলছে, তার অভিযোগ পুরোপুরি আমলে নেয়া হচ্ছে না। আগে প্রমাণাদি যাচাই করা হবে পরে সিদ্ধান্ত নেয়া হবে। ওই গ্রেনেড দুটি কোত্থেকে আনা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।