সন্ত্রাসবাদের মাধ্যমে ইসলামকে হেয় করার চেষ্টা হচ্ছে: রাজনাথ সিং


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০২ এপ্রিল ২০১৭

যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মুসলমানরা বুঝতে পেরেছেন যে, ইসলামকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে সন্ত্রাসবাদ। জম্ম-কাশ্মিরে জঙ্গিদের সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে রোববার তিনি এসব কথা বলেন।

ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমানরা বুঝতে পেরেছেন যে, ইসলামকে হেয়প্রতিপন্নের একটি চেষ্টা হচ্ছে সন্ত্রাসবাদ।

তিনি বলেন, কাশ্মির উপত্যকায় যে জঙ্গিরা সমস্যা তৈরির চেষ্টা করেছেন তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী।

এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ দেশটির প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে উচ্চ-পর্যায়ের এক বৈঠকে বসেন। বৈঠকে জম্মু-কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরে রাজনাথ সিং বলেন, কাশ্মিরে হামলা চালাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের উসকানি দিচ্ছে পাকিস্তান।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।