ওবামা-মিশেলের প্রেম নিয়ে চলচ্চিত্র


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২২ এপ্রিল ২০১৫

সবাই ভালোবাসেন। প্রেমে পড়েন। সে মিস্টার প্রেসিডেন্টই হোন, আর বাস্তুহারাই হোন। আসলে ভালোবাসতে মন চাই, অন্য কিছু নয়। যুগে যুগে নানা প্রেম কাহিনী আমাদের মুগ্ধ করে রেখেছে। নির্মিত হয়েছে সেসব নিয়ে চলচ্চিত্রও।

এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেম কাহিনী নিয়ে সিনেমা তৈরি হতে যাচ্ছে। বিয়ের আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা যে প্রেম করতেন, এটা হয়তো অনেকেরই অজানা।  আর তাদের সেই প্রেমকাহিনী জানাতেই সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছে গ্লেনডন পালমার। আপাতত চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘সাউথসাইড উইথ ইউ’ অর্থাৎ ‘তোমার সঙ্গে দক্ষিণে’।  

এই ছবি নির্মাণের মাধ্যমেই পরিচালক হিসেবে রিচার্ড টানের অভিষেক হতে যাচ্ছে। মিশেল ওবামার চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে টিকা সাম্পটারকে চূড়ান্ত করা হয়েছে। হলিউড অভিনেত্রী টিকা সাম্পটারও ইতোমধ্যে মিশেলের চরিত্রে এই ছবিতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু ছবির প্রধান চরিত্র বারাক ওবামার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও নিশ্চিত হয়নি।

মিশেল ওবামার চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত টিকা। তিনি বলেন, ‘যদিও আমার জন্য কাজটি অনেক কঠিন, তবে আমি আশাবাদী যে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’

তবে এর জন্য ফার্স্ট লেডি মিশেল ওবামাকে আরও কিছুদিন অনুসরণ করতে হবে বলে টিকা উল্লেখ করেন।

ওবামা-মিশেলের প্রথম ডেটের ঘটনা নিয়েই নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।