এবোলা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ
এবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। সোমবার মিলন হলে এবোলা ভাইরাস আতঙ্ক, আমরা কতটা প্রস্তুত শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে চিকিৎসকরা এ আহ্বান জানান।
বিএসএমএমইউ-এর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, আমরা সচেতন আছি। যথেষ্ট প্রস্তুতি আছে। রোগটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সেমিনারে অন্যতম বক্তা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এম মুশতাক হোসেন বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল প্রস্তুত আছে। এ ছাড়া উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিটি হাসপাতালে আলাদা ওয়ার্ড রাখা হয়েছে। কারও শরীরে এবোলা ভাইরাসের সংক্রমণ দেখা যাওয়া মাত্রই আইইডিসিআরকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সেমিনারে জানানো হয়, এবোলা ভাইরাস রোগী থেকে চিকিৎসক, নার্স ও অন্যান্য মানুষের মধ্যে খুব সহজে বিস্তার লাভ করে। তাই নমুনা সংগ্রহ ও গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।