ব্যাংকগুলোর নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করা হবে : গভর্নর


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২২ এপ্রিল ২০১৫

দেশের তফসিলি ব্যাংকগুলোর নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এমন নির্দেশনা দিয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জাগো নিউজকে টেলিফোনে দেওয়া এক তাৎক্ষণিক প্রক্রিয়ায় গভর্নর একথা জানিয়েছেন। তিনি বিশ্ব ব্যাংক-আইএমএফ এর বসন্তকালীন সম্মেলন থেকে দেশে ফিরেছেন বুধবার সকালে।

আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালন করে বাণিজ্যিক ব্যাংকগুলোর সকল শাখার নিরাপত্তা কার্যক্রম নেওয়া হয়েছে কিনা তা কেন্দ্রীয় ব্যাংকের পরির্দশন বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ দেখবে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জাগোনিউজকে বলেন, গভর্নর মঙ্গলবার ঘটনার পর পর আমাদের টেলিফোনে জরুরি কিছু নির্দেশনা দিয়েছেন। আজ তিনি ব্যাংকের উর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে জরুরি কিছু নির্দেশণা দেবেন।
এদিকে, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাভার শাখার ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষের কাছে।

এসএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।