৯/১১ হামলার অপ্রকাশিত ছবি
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্র ও পেন্টাগনে হামলার নতুন ও অপ্রকাশিত ছবি প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। চলতি সপ্তাহে দেশটির এ গোয়েন্দা সংস্থা পেন্টাগন ধ্বংসযজ্ঞের নতুন কিছু ছবি প্রকাশ করেছে।
পেন্টাগনে আল-কায়েদার হামলা, বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ধসে যাওয়া, ভয়াবহ আগুনের অন্তত ২৭টি ছবি প্রকাশ করেছে এফবিআই। হামলার আগে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা চারটি বিমান ছিনতাই করেছিল; এর মধ্যে আমেরিকান এয়ারলাইন্সের ছিনতাই করা একটি বিমান পেন্টাগনে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের মাটিতে ভয়াবহ প্রাণঘাতী ওই হামলায় ছিনতাইকৃত সব বিমান ব্যবহার করে আল-কায়েদা। পেন্টাগনে একটি বিমান আঘাত হানার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে আরো দুটি বিমান আঘাত হানে।
একই সময়ে পেনসিলভানিয়ার একটি মাঠে চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়। বিমান ছিনতাইকারীদের বিরুদ্ধে যাত্রীরা প্রতিবাদ শুরু করলে বিমানটি বিধ্বস্ত হয়।
আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৭৭ অপহরণের পর পেন্টাগনের পশ্চিম দিকের দেয়ালে হামলা চালায় ছিনতাইকারীরা।
এতে বিমানের চার ৬৪ যাত্রী ও ৫ ছিনতাইকারী নিহত হয়। এছাড়া বিমানটি ভূমিতে আচড়ে পড়ায় আরো ১২৫ জনের প্রাণহানি ঘটে।
যুক্তরাষ্ট্রে ১/১১’তে তালেবানের হামলায় প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
এসআইএস/এমএস