পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৫ আগস্ট ২০১৪

অর্থনৈতিক নানা বিষয়ে বিরোধের জের ধরে অবশেষে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। সোমবার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কাছে ম্যানুয়েল ভলস তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ওলাদ তাকে নতুন মন্ত্রীসভা গঠনের জন্য পরামর্শ দিয়েছেন।

এর আগে গত রোববার দেশটির অর্থমন্ত্রী আরনাউড মন্টেবুর্গ মন্দা ঠেকাতে সরকারের মিতব্যয়িতা নীতির কঠোর সমালোচনা করেন। এর পরপরই প্রধানমন্ত্রী মন্ত্রিসভা ভেঙে দিতে মনস্থির করেন।

ম্যানুয়েল ভলসের পদত্যাগের পর প্রসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।