চুক্তির বিনিময়ে ন্যামের মৃতদেহ ফেরত পাঠাল মালয়েশিয়া


প্রকাশিত: ১১:৫৮ এএম, ৩১ মার্চ ২০১৭

অবশেষে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ন্যামের মৃতদেহ পিয়ংইয়ংয়ে পৌঁছেছে। ন্যামের মৃতদেহ পাঠানোর জন্য মালয়েশিয়াকে অনুরোধ করেছিল উত্তর কোরিয়া। তবে মৃতদেহের পরিচয় নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। খবর বিবিসির।

দু’দেশের মধ্যে একটি চুক্তির বিনিময়ে ন্যামের মৃতদেহ দেশে পাঠিয়েছে মালয়েশিয়া। এর আগে ন্যামের মৃতদেহ ফেরত পাঠাতে মালয়েশিয়া অসম্মতি জানানোয় উত্তর কোরিয়ায় থাকা মালয়েশিয়ান নাগরিকদের নিজের দেশে ফিরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ায় থাকা নয় মালয়েশিয়ান নাগরিককে দেশে পাঠানোর বিনিময়েই ন্যামের মৃতদেহ ফেরত দিয়েছে কুয়ালালামপুর।

গত মাসে কুয়ালালামপুর বিমানবন্দরে ভিএক্স নামে উচ্চমাত্রার বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগ করে ন্যামকে হত্যা করা হয়। এর পর থেকে উত্তর কোরিয়া এবং মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়।

দু’দেশই তখন নিজেদের দেশে থাকা অপর দেশের নাগরিকদের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সম্প্রতি উত্তর কোরিয়ার তিন নাগরিককে মালয়েশিয়া ছাড়ার অনুমতি দেয়া হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।