ওড়িষ্যা রেল স্টেশনে মাওবাদীদের হামলা


প্রকাশিত: ০৭:৪২ এএম, ৩১ মার্চ ২০১৭

ভারতের ওড়িষ্যা রাজ্যের একটি রেল স্টেশনে হামলা চালিয়েছে মাওবাদীরা। শুক্রবার সকালে  ৩০ জনের বেশি মাওবাদী রেল স্টেশনে দুটি বিস্ফোরণ ঘটিয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

শুক্রবার সকালে রায়াগাদা জেলার দয়কাল্লু রেল স্টেশনে হামলা চালিয়ে মাওবাদীরা রেলওয়ের দুটি ওয়াকি টকি নিয়ে পালিয়ে গেছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, হামলার পর মাওবাদীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওড়িষ্যা সফরের বিরোধিতা করে ছাপানো পোস্টার ফেলে গেছে।

এর আগে গত মাসে ওড়িষ্যা-অন্ধ্র প্রদেশ সীমান্তের বিশাখাপত্তনম এবং রায়পুরের মধ্যবর্তী ন্যাশনাল হাইওয়ে-২৬য়ে পুলিশের গাড়িতে হামলায় আট পুলিশ সদস্য নিহত হন।

কেএ/টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।