নির্বাচনের ফলাফল নিয়ে জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী নিষিদ্ধ ভারতে


প্রকাশিত: ০৭:০২ এএম, ৩১ মার্চ ২০১৭

নির্বাচনের ফলাফল নিয়ে জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী নিষিদ্ধ হচ্ছে ভারতে। দেশটির নির্বাচন কমিশন বলছে, জ্যোতিষী বা ট্যারো কার্ড রীড করে ভোটের ফলাফলের আগাম অনুমান প্রকাশ করা যাবে না। খবর বিবিসির।

সংবাদমাধ্যমগুলিতেও ভোটের ফলাফল নিয়ে বিভিন্ন সমীক্ষা প্রকাশ করা হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই এমন সমীক্ষা প্রকাশ করার ওপরে অবশ্য আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে।

এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, এ ধরণের ভবিষ্যদ্বাণী জনপ্রতিনিধিত্ব আইনে আগে থেকেই নিষিদ্ধ ছিল। তবুও সদ্য সমাপ্ত ৫ রাজ্যের নির্বাচনে কিছু সংবাদমাধ্যম এবং বেশ কয়েকজন জ্যোতিষী নিয়ম ভেঙে এ ধরণের ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে।

তাদের সতর্ক করে দিয়ে নির্বাচন কমিশন বলেছে আগাম সমীক্ষা প্রকাশের ওপরে যে নিষেধাজ্ঞা জারি ছিল, তাকে পাশ কাটিয়ে কিছু সংবাদমাধ্যম ব্যবসায়িক কারণে জ্যোতিষীদের দিয়ে গণনা করিয়ে ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে।

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো সংবাদ সম্মেলন করে বিভিন্ন জ্যোতিষী ফলাফল কী হবে, তার ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছিলেন।

নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, অখিলেশ যাদব বা মায়াবতীর জন্মকুন্ডলি বা কোষ্ঠী বিচার করেই নাকি আগাম ভোটের ফলাফল গণনা করে বের করেছেন বলে দাবী করেছিলেন বেশ কিছু জ্যোতিষী।

ভারতে জ্যোতিষীদের দিয়ে ভোটের ফলাফল নির্ধারণ এবং তা প্রকাশ করা অনেকদিন ধরেই চলে আসছে। এখন নির্বাচন কমিশন বলছে, কিছু সংবাদমাধ্যম ব্যবসায়িক কারণে প্রতিদ্বন্দ্বী চ্যানেল বা সংবাদপত্রের থেকে এগিয়ে থাকার জন্যই জ্যোতিষীদের দিয়ে ওইসব ভবিষ্যদ্বাণী করায়, যা সম্পূর্ণ বেআইনী।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।