খালেদার ওপর হামলাসহ ইসিতে তাবিথের ৪ অভিযোগ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলা, পোস্টার ছেঁড়া, মাইক ভাঙা ও পুলিশি হয়রানি এই চারটি লিখিত অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের কাছে এ অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে ইসির কাছে প্রতিকার চান বিএনপি সমথিত এই মেয়র প্রাথী।
মঙ্গলবার দুপুরে তাবিথ আউয়াল স্বাক্ষরিত অভিযোগগুলো ফ্যাক্সের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়। সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রধান নির্বাচন কমিশনারের কাছে চারটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগগুলো সিইসির কাছে পাঠানো হয়েছে।
তাবিথের অভিযোগগুলো হচ্ছে শেরেবাংলা নগর থানা এলাকায় তাবিথের পোস্টার ছেড়া, একই এলাকায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর সমর্থকরা তার মাইক ভাঙচুর, ১১ নম্বর ওয়ার্ডে প্রচার চালানোকালে পুলিশি হয়রানি এবং কারওয়ান বাজারে প্রচারকালে খালেদার ওপর হামলা চালানো হয়।
আগে থেকেই বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলন এর প্রার্থীদের প্রচারণায় বাধা ও হামলা করা হচ্ছে বলে বিএনপি অভিযোগ করে আসছে। এ অভিযোগের ভিত্তিতে ইসি বলেছিল, আমাদের কাছে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ করতে হবে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজারে প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা চালানো হয়। এছাড়া রোববার বিকেলে রাজধানীর উত্তরায় প্রচারণা করতে গিয়ে বাঁধার মুখে পড়েন খালেদা জিয়া।
এইচএস/বিএ/আরআই