তিস্তা চুক্তি : বাংলাদেশকে সহায়তায় উন্মুখ চীন


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ৩০ মার্চ ২০১৭

তিস্তা পানি বণ্টন চুক্তি ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করতে উন্মুখ চীন। বৃহস্পতিবার কলকাতায় চীনের কনসাল জেনারেল ম্যা ঝংউ এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ-ভারত তিস্তা পানি বণ্টন চুক্তি ইস্যুতে চীনের অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ম্যা ঝংউ বলেন, অধিক সহায়তার জন্য আমরা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য কাজ করছি।

চীনের এ কর্মকর্তা বলেন, আমরা বাংলাদেশকে প্রচুর সহযোগিতা করছি। এছাড়া পারস্পরিক উপকার ও উন্নয়নের জন্য উভয় দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অাছে চীন।

তিনি বলেন, এক দেশের উন্নয়ন হলে তা অন্য দেশের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আমরা পারস্পরিক আত্মনির্ভরতার যুগে বসবাস করছি।

ম্যা ঝংউ বলেন, যখন বিশ্বায়নের ধারণা থেকে অনেক দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে তখন এই ধারণার সঙ্গে ভারতের অবস্থান অব্যাহত রাখা প্রয়োজন; চীনও এই ধারণায় বিশ্বাসী।

তিনি বলেন, বিশ্বায়ন একটি প্রাকৃতিক বাঁক।

সূত্র : পিটিআই।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।