বৈঠকে বসছেন শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩০ মার্চ ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো রিসোর্টে এ দুই রাষ্ট্রনেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে চীন।

বিবিসির এক প্রতিবেদেন বলা হয়েছে, মার-এ-লাগো রিসোর্টে আগামী ৬ ও ৭ এপ্রিল সাক্ষাৎ করবেন এ দুই নেতা। বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের প্রধানের বৈঠকের আলোচনার মূল বিষয় হবে বাণিজ্য; যা উত্তর কোরিয়ার জন্য কাঁটা হতে পারে।

২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এই প্রথম চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া ও দক্ষিণ চীন সাগরের বাণিজ্যিক বিবাদ নিয়ে চলমান উত্তেজনার মাঝেই বৈঠকে বসছেন দুই রাষ্ট্রপ্রধান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এক ব্রিফিংয়ে এ তথ্য জানালেও বিস্তারিত কোনো তথ্য দেননি। এছাড়া বৈঠকের অালোচ্য বিষয় সম্পর্কেও বিস্তারিত তথ্য জানাননি তিনি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।