চৈত্রের দাবদাহে পুড়ছে মহারাষ্ট্র


প্রকাশিত: ০৬:৫১ এএম, ৩০ মার্চ ২০১৭

চৈত্রের দাবদাহে পুড়ছে মহারাষ্ট্র, নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন স্থান। মহারাষ্ট্রের ভিরা শহরে মঙ্গলবার ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পশ্চিম ও উত্তর ভারতের বেশ কিছু স্থানে ভয়াবহ দাবদাহের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার সকালটা যেন চারদিকে আগুন লাগিয়ে দিয়েছে। নয়াদিল্লির তাপমাত্রা অন্তত তাই বলছে। বছরের সবচেয়ে উষ্ণ সকাল পার করেছে নয়া দিল্লি। সকালে নয়াদিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এই তাপমাত্রার কারণে বুধবারের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ভেঙে গেছে। আবহাওয়া অফিস বলছে, আগামীতে তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে মৃদুমন্দ শীতল বাতাসের কল্যাণে অনেকটাই স্বস্তিতে আছেন রাজধানীর মানুষজন।

weather

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘলা আকাশের কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যেতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৮ শতাংশ।

বেসরকারি আবহাওয়া প্রতিষ্ঠান স্কাইমেট আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, এবারের বর্ষায় স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হবে।

কেএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।