পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করতে আপত্তি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে
মমতা ব্যানার্জির ইচ্ছা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা; রাখার বিষয়ে আপত্তি তুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আপত্তির পেছনে যুক্তি দেখান হচ্ছে, প্রতিবেশি দেশ বাংলাদেশের সঙ্গে নামের মিল।
ভারতের নিউ ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গেরে সচিবালয় ‘নবান্ন’ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নাম বদলে যদি ‘বাংলা’ রাখা হয় তবে তা প্রতিবেশি বাংলাদেশের নামের সঙ্গে বিভ্রান্তি তৈরি করতে পারে।
এনএফ/পিআর