ওয়াশিংটনে গাড়ি চাপা দেয়ার চেষ্টা, ক্যাপিটল ভবনে গুলি


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৯ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের কাছে পুলিশের এক কর্মকর্তার ওপর গাড়ি চালিয়ে দেয়ার চেষ্টা করেছে এক চালক। কর্তৃপক্ষ বলছে, ক্যাপিটল পুলিশের ক্রুজারে আঘাত হেনেছে একটি গাড়ি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার সকালের দিকে ক্যাপিটল ভবনের কাছে ক্যাপিটল পুলিশের এক কর্মকর্তাকে গাড়ি চাপা দেয়ার চেষ্টা করেছে অপর এক গাড়ির চালক। ক্যাপিটল পুলিশের ক্রুজারে ওই গাড়ি আঘাত হানলেও কর্মকর্তা আহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনাস্থল ক্যাপিটল ভবনের কাছে তারা গুলির শব্দ শুনেছেন।

ক্যাপিটল ভবনের ইন্ডিপেনডেন্স অ্যাভিনিউ`র কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে তল্লাশি চৌকিতে ওই গাড়িটি থামানো হয়। পুলিশ একজন নারী চালককে গাড়ি থামানোর নির্দেশ দেয়। পরে ঘটনাস্থলে কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া যায়।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, গাড়ির চালককে পুলিশি জিম্মায় নেয়া হয়েছে। তবে আহত হওয়ার কোনো তথ্য নেই। পুলিশ এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।