রাতে দেশে ফিরছেন আরো ১৩৬ জন


প্রকাশিত: ০৩:১৪ এএম, ২১ এপ্রিল ২০১৫

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে আজ (মঙ্গলবার) রাতে দেশে ফিরছেন ১৩৬ বাংলাদেশি। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে তাদের ঢাকায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী জানান, জিবুতি থেকে বাংলাদেশিদের বহনকারী বিমানটি রাত ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

তিনি আরো বলেন, ইয়েমেনে প্রায় তিন হাজার বাংলাদেশি থাকার কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা ৭০০-৮০০ এর বেশি হবে না। এর মধ্যে দেশে ফিরতে নিবন্ধিত হয়েছেন ৫০৮ জন, যাদের মধ্যে দুদফায় ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন ৩৩৭ জন।

এছাড়া কেউ দেশে ফেরত আসতে চাইলে তারা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাদের ফেরত আনা হবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।