সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৯ মার্চ ২০১৭

ইয়েমেন থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো হামলা চালানোর আগেই সেগুলো প্রতিহত করেছে সৌদির বিমান প্রতিরক্ষা বাহিনী।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মঙ্গলবার মধ্যরাতে চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে। সৌদি জোটের তরফ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে সৌদি জোট। চলতি মাসের মাঝামাঝিতে ইয়েমেনের মিদি উপকূলে হামলা চালিয়ে হুথি বিদ্রোহীদের তিনটি নৌকা ধ্বংস করা হয়েছে। ওই নৌকাগুলো জোটের জাহাজে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

ইয়েমেন সরকারের সঙ্গে জোট হয়ে লড়াই করায় হুথিদের টার্গেটে পরিণত হয়েছে সৌদি। এর আগেও জাযান প্রদেশসহ আরো বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে হুথিরা।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।