আওয়ামী লীগ কখনোই নির্বাচনে প্রভাব খাটায়নি : ওবায়দুল কাদের


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২০ এপ্রিল ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বিগত সময়ে সেনাবাহিনী ছাড়াই দেশের ৯টি সিটি কর্পোরেশন নির্বাচনে ৭টিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজয়ী হলেও প্রতিদিন তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ করতেন। আওয়ামী লীগ কখনোই নির্বাচনে প্রভাব খাটায়নি।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় ফোরলেনে আন্ডারপাস এবং পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নির্বাচন নিরঙ্কুশভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ফলে তাদের সেনাবাহিনীর প্রয়োজন থাকলে তা সরকারের কোনো বিষয় নয়।

তিনি বলেন, ময়নামতি সেনানিবাস এলাকায় ফোরলেনে আন্ডারপাস নির্মাণের কাজ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের কাজের ৭০ ভাগ অগ্রগতি হয়েছে। রমজানের আগে ওভারপাসের ২টি লেনের মধ্যে একটি লেনে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।

তিনি ফোরলেনের কাজের অগ্রগতির বিষয়েও আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এনায়েত উল্লাহ্, স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ আলী, ফোরলেনের প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর ও সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফ উদ্দিন।

এমজেড/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।