জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্তে নিহত ৬


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৮ মার্চ ২০১৭

জিম্বাবুয়ের পূর্বাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্তে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি দৈনিক বলছে, দেশটির পূর্বাঞ্চলের মোজাম্বিক সীমান্তের কাছে ওই বিমান বিধ্বস্ত হয়েছে।

জিম্বাবুয়ের রাষ্ট্রীয় দৈনিক দ্য হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিক সীমান্তের কাছের ভুম্বা পর্বতে বিধ্বস্ত বিমানটি অাট আসনের। খারাপ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়েছে।

বিমান বিধ্বস্তে নিহত যাত্রীদের মধ্যে মোজাম্বিকের একটি কোম্পানির চার পরিচালক ছিলেন। যারা জিম্বাবুয়েতে কাজ করতেন। এছাড়া নিহত অপর দু’জন বিমানের ক্রু।

দ্য হেরাল্ড বলছে, বিমান বিধ্বস্তে নিহতদের মরদেহ হেলিকপ্টারে করে পাশের হাসপাতালে নেয়া হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।