রিসপশনিস্ট রোবট!


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২০ এপ্রিল ২০১৫

চিহিরাআশিও নামে একটি মিষ্টি মেয়ে। হাসে, গান গায়। পরনে জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো। দুটো গোলাপ ঠোঁট ফাঁক করে জাপানী ভাষায় বলছে, ‘মাই নেম ইজ চিহিরাআশিও। হাউ ডু ইউ ডু।’

জাপানের বহু পুরনো চেইন শপ মিতশুকোশির বিশাল খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নেড়ে ক্লান্তিহীনভাবে ক্রেতাদের এভাবেই স্বাগত জানিয়ে যাচ্ছে চিহিরআশিও। দেখলে বিশ্বাসই হবে না এটি আসল মানুষ নয়, মানব রোবট।

টোকিওর মিতশুকোশিতে শুক্রবার থেকে চিহিরাআশিও রিসপশনিস্ট হিসেবে কাজ শুরু করেছে। কিন্তু আসল তরুণী রিসপশনিস্টের মতো চিহিরাআশিও প্রশ্নের জবাব দিতে পারে না। সে কেবল আগে থেকে রেকর্ড করা ভাষাই আওড়ে যায়।

তোশিবার তৈরি এ রোবটের গায়ের ত্বক, চাহনি অনেকটা বাস্তব মানুষের মতোই। কিন্তু পুরোপুরি নয়। তোশিবা গত বছরের প্রযুক্তি মেলায় এটিকে প্রথম নিয়ে আসে।

তোশিবার চিফ স্পেশালিস্ট হিতোশি তকুদা বলেন, ধীরে ধীরে মানব পর্যায়ের রোবট তৈরিই আমাদের লক্ষ্য।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।