বিতর্কিত দ্বীপে যুদ্ধ বিমান মোতায়েন করবে চীন


প্রকাশিত: ০৩:১৮ এএম, ২৮ মার্চ ২০১৭

যে কোনো সময় বিতর্কিত দ্বীপে যুদ্ধ বিমান মোতায়েন করতে পারে চীন। দক্ষিণ চীন সাগরের ওই বিতর্কিত দ্বীপে চীন সামরিক পরিকাঠামো নির্মাণ ইতোমধ্যেই সম্পন্ন করে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক সোমবার এক রিপোর্টে জানিয়েছে, নিজেদের তৈরি সামরিক পরিকাঠামোয় যে কোনো সময় সামরিক বিমান এবং অন্যান্য সামরিক জিনিসপত্র মোতায়েন করতে পারে চীন।

এর আগে চলতি মাসের শুরু দিকে স্যাটেলাইটের মাধ্যমে বিতর্কিত দ্বীপের কিছু ছবি তুলেছিল থিংক ট্যাংক। ওই ছবি প্রকাশের পর সংস্থাটির পরিচালক গ্রেগ পোলিং জানিয়েছিলেন, ফিয়েরি ক্রস এবং সুবির মাঝামাঝি এলাকায় নতুন রাডার অ্যানটেনা দেখা গেছে।

তিনি বলেন, এই ছবি দেখে বোঝা যাচ্ছে এগুলো ভবিষ্যতে সামরিক বাহিনী বা যুদ্ধবিমান মোতায়েনের উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে দিয়েছে চীন। তারা বিতকির্ত দ্বীপে সামরিক বিমান মোতায়েনের বিষয়টি অস্বীকার করেছে।

গত মাসে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছিলেন, চীন সুবিতে প্রায় দু’ডজন কাঠামো নির্মাণ সম্পন্ন করেছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।