জাপানে সুনামি সতর্কতা


প্রকাশিত: ০৭:৫০ এএম, ২০ এপ্রিল ২০১৫

প্রতিবেশী তাইওয়ানে ভূমিকম্প আঘাত হানার পর জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির সরকার। সোমবার তাইওয়ানের পূর্বাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এ সতর্কতা জারি করা হয়।

সোমবার জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে তাইওয়ানের দক্ষিণ পশ্চিমে ইউনাগুনিতে সাগরতলের অল্প গভীরে ভূকম্পনটির কেন্দ্রস্থল হওয়ায় দক্ষিণ ওকিনাওয়া দ্বীপপুঞ্জে সুনামির আশঙ্কা করা হচ্ছে।

এ ব্যাপারে জাপানের মিয়াকো নগর কর্তৃপক্ষের কর্মকর্তা সাতোশি শিমোজি বলেন, আমরা সুনামি সতর্কতা ইস্যু করেছি। নাগরিকদের সাগর থেকে যতোদূরে সম্ভব অবস্থান করতে বলা হয়েছে।

উল্লেখ্য, জাপান বিশ্বের চারটি ভূপ্রাকৃতিক টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। এ কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর ২০ শতাংশই অনুভূত হয় জাপানে।

২০১১ সালে জাপানের নিকটবর্তী সমুদ্রে রিখটার স্কেলে ৯ মাত্রার একটি মারাত্মক ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে মারা যায় ১৮ হাজার মানুষ।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।