পাহাড়চূড়ায় কিম জং উন


প্রকাশিত: ০৭:০১ এএম, ২০ এপ্রিল ২০১৫

উত্তর কোরীয় নেতা কিম জং উন দেশটির সর্বোচ্চ পাহাড় পায়েকতুর চূড়ায় উঠেছেন। দেশের সেনাবাহিনীকে অনুপ্রেরণা দিতেই তিনি ওই পাহাড়ে ওঠেন। শনিবার সকালে পায়েকতুর চূড়ায় ওঠেন তিনি।

পাহাড়ের চূড়ায় ওঠার কারণ হিসেবে কিম জং উন বলেন, তিনি সৈন্যদের জানাতে চান, পর্বতের এ উচ্চতা যে মানসিক শক্তি জোগায় তা পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী।

ছবিতে দেখা যায়, কিম জং উন বরফাবৃত পর্বতের চূড়ায় হাস্যোজ্জ্বলভাবে দাঁড়িয়ে রয়েছেন। পায়েকতু পাহাড়টি দুই হাজার ৭৫০ মিটার উঁচু একটি আগ্নেয় পর্বত। কোরীয় লোকগাথায় একে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।