জাপানে তুষারধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা


প্রকাশিত: ০৭:০৫ এএম, ২৭ মার্চ ২০১৭

জাপানে তুষারধসে আট স্কুল শিক্ষার্থীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তুষারধসের সময় তারা একটি স্কি রিসোর্টে ছিলেন। খবর বিবিসির।

টোকিও শহর থেকে ১২০ কিলোমিটার উত্তরের টোসিজি দপ্তরের কাছে নাসু এলাকায় সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদ সংস্থা কিয়োদো জানিয়েছে, তুষারধসে ৩০ জন আহত হয়েছে। তবে আরো আট শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৭০ জন ওই রিসোর্টে ছিলো। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সাতটি স্কুলের শিক্ষার্থীরা পর্বতারোহণের জন্য ইভেন্টে অংশ নিয়েছিলো।

Japanese

দু’দিন ধরে ভারী তুষারপাতের কারণে ওই এলাকায় আগে থেকেই তুষারধসের আশঙ্কা ছিল। রোববার থেকে ৩০ সে. মি. তুষারপাতের পর সোমবার সকালে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়।

উদ্ধার তৎপরতার পাশাপাশি আহত ও নিখোঁজদের খুঁজে পেতে সরকারিভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। ঘটনাস্থলেও পৌঁছাতে পারেনি উদ্ধারকারী হেলিকপ্টার।

কেএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।