ইরানের গ্যাস কেনার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ২০ এপ্রিল ২০১৫

এবার ইরান থেকে গ্যাস কেনার স্বপ্ন দেখছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। রাশিয়ার ওপর নিজেদের গ্যাস-নির্ভরতা কাটিয়ে উঠতেই এ বিকল্প উপায়ের কথা ভাবছে ইইউ।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির পরমাণু ইস্যুতে রূপরেখা চুক্তিতে সমঝোতার পর আগামী জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক মতবিরোধ সত্ত্বেও চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাওয়ার ব্যাপক চেষ্টা করে যাচ্ছে দু`পক্ষই। এ চুক্তি স্বাক্ষরিত হলে ইরানের ওপর থেকে জাতিসংঘ আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

ইরান থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে ইউরোপের দেশগুলো এখন এই সুযোগ কাজে লাগানোর স্বপ্ন দেখছে। খবর এএফপির।

এসএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।