যোগীর অযোধ্যা সফর বাতিল


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২৭ মার্চ ২০১৭

ঋণ মওকুফের দাবিতে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা, হোমগার্ডদের চাকরি স্থায়ীকরণের দাবির কারণে অবশেষে অযোধ্যা সফর বাতিল করেছেন যোগী আদিত্যনাথ।

তবে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দিল্লি বিজেপি সূত্রের খবর, আসলে এখনই অযোধ্যা সফর করে হিন্দুত্বের পারদ চড়াতে নিষেধ করা হয়েছে যোগীকে।

দলের শীর্ষ নেতৃত্ব আসলে চান না, হিন্দুত্ব নিয়ে বেশি মাতামাতিতে উন্নয়ন পেছনের সারিতে চলে যাক।

মুখে যদিও যোগী বলছেন, উন্নয়ন হবে সকলের জন্য। জাতি-ধর্মের ভেদাভেদ হবে না। কিন্তু এখনও সকলের জন্য উন্নয়নের বার্তা দিতে পারেননি তিনি।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।