সিলেটে শিববাড়ি বিস্ফোরণের ঘটনায় মমতার নিন্দা


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ২৭ মার্চ ২০১৭

সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানকালে জোড়া বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গতকাল রোববার টুইটবার্তায় ও নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ ঘটনার নিন্দা জানান মমতা। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

মমতা টুইট করেন, ‘সিলেটের শিববাড়ীর ঘটনায় তীব্র নিন্দা করছি। এই দুঃসময়ে বাংলাদেশের ভাই ও বোনেদের পাশে আছি।’

ফেসবুকে তিনি লেখেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সকল ভাই ও বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সময়ে সিলেটের শিববাড়ীর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এর তীব্র নিন্দা করছি। এই দুঃসময়ে বাংলাদেশের ভাই ও বোনেদের পাশে আছি।’

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় শনিবার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় অতর্কিতে দুই দফা বোমা বিস্ফোরণ হয়। এতে পুলিশের দুই সদস্যসহ কমপক্ষে ৬ জন নিহত হয়। আহত হয় পুলিশ ও র‌্যাব সদস্যসহ অনেকে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।