রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৬ মার্চ ২০১৭

রাশিয়ার প্রধান রাজনৈতিক দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি বিরোধী সমাবেশ আয়োজনের অভিযোগ তাকে গ্রেফতার করা হয়।

রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বিষয়টি জানানো হয়েছে।

দুর্নীতির অভিযোগে রাশিয়ার প্রধানমন্ত্রী মেদভেদেভের পদত্যাগের দাবিতে দেশব্যাপী অনুষ্ঠিত র‌্যালিতে হাজারো মানুষ অংশ নেন। কিন্তু পূর্ব অনুমতি না নিয়ে র‌্যালি করার দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া একই অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১২ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় পুতিনের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়েছে বলেও দেশটির টেলিভিশনে জানানো হয়।

এমএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।