৩০ সেকেন্ডেই ৩ কোটি টাকা!


প্রকাশিত: ০১:২২ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

এ যেন একেবারে গভীর রাতের পানশালার দৃশ্য! উপস্থিত অতিথিদের মনোরঞ্জন করতে নাচের তালে কোমর দোলাচ্ছেন নর্তকী আর চারপাশে নোটের ফোয়ারা চলছে। কতোকটা এমনই দৃশ্য দেখা গেছে ভারতের গুজরাটের একটি ভক্তিমূলক অনুষ্ঠানে। `ভগবত কথা` শীর্ষক ওই ভক্তিমূলক অনুষ্ঠানে মাত্র ৩০ সেকেন্ডে উপস্থিত ভক্তকুলের পকেট থেকে বের হয়েছে তিন কোটি টাকা।

সৌজন্যে গুজরাটের জামনগরের বিজেপি নেত্রী পুনমবেন মাদম। বিজেপি সাংসদের কোমরের দোলায় ৩০ সেকেন্ডে জমা পড়ল ৩ কোটি টাকা! বিজেপি নেত্রী পুনমবেন মাদম তিনি অবশ্য উপস্থিত জনগণের কাছে চাঁদা বা অন্য কোনো কারণে টাকার আবদার করেননি। অনুষ্ঠান চলাকালীন নিজে কয়েকবার পেশাদার নর্তকীর ঢঙে কোমর দোলাতেই উপস্থিত সভ্যরা নিজেদের পকেট উজার করে আধ মিনিটে টাকাগুলো বের করে দিয়েছেন।

ঠিক যেমনটা হয় গভীর রাতে বিভিন্ন পানশালায়। শনিবার গুজরাটের বেরাবলে ছিল `ভগবত কথা` শীর্ষক অনুষ্ঠান ছিল। সেখানেই এই বিতর্কিত ঘটনা ঘটে। পুনমবেন কিছু বুঝে ওঠার আগেই তার আশেপাশে নোটের পাহাড় জমে যায়। জি নিউজের মতো সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর দেখানোর পর চারিদিকে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। যদিও বিজেপির তরফে সরকারিভাবে এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চল্লিশোর্ধ পুনমবেন গুজরাটের জামনগর জেলার খাম্বালিয়া এলাকা থেকে বিধায়ক হিসাবে ২০১২ সালে প্রথম নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে লোকসভা ভোটে জিতে তিনি সাংসদ হন। পুনমবেনের পিতা ১৯৭২-১৯৯০ সাল পর্যন্ত নির্দল বিধায়ক হিসেবে খাম্বালিয়া এলাকা থেকে জিতেছিলেন। তার কাকা প্রাক্তন কংগ্রেস সাংসদ ছিলেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।