সুনামগঞ্জে নৌকা ডুবে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৯ এপ্রিল ২০১৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদী পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে খেয়া নৌকা ডুবে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে কৃষক আব্দুর রহমান উজান ধল গ্রামের পাশে কালনী নদী পার হয়ে হাওরে যেতে খেয়া নৌকায় ওঠেন। হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আব্দুর রহমান ডুবে মারা যান। পরে গ্রামবাসী তার লাশ উদ্ধার করে।

দিরাই মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ের কারণে নৌকাটি ডুবে গেছে বলে শুনেছি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।