সব দোষ ডেমোক্র্যাটদের : ট্রাম্প
মার্কিন কংগ্রেস থেকে নতুন স্বাস্থ্যনীতির প্রস্তাব প্রত্যাহার করে নেয়ার জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে পাসের জন্য ডেমোক্র্যাটদের প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় শুক্রবার বিলটি প্রত্যাহার করা হয়।
মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটনের পোস্ট’কে ট্রাম্প বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের একটি ভোটও পাইনি। আমরা বিলটি পাসের বিষয়ে শঙ্কায় ছিলাম। এখনও আমরা শঙ্কায় আছি। ফলে আমরা তা প্রত্যাহার করে নিয়েছি।’
চূড়ান্তভাবে পাসের আগে এসে ওই বিল প্রত্যাহার করে নেয়া মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।
ওবামার স্বাস্থ্যনীতি বাতিলের পর নতুন কর্মসূচি গ্রহণ করতে নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
হাউস স্পিকার পল রায়ান বলেছেন, বিলটি পাসের জন্য ২১৫ ভোটের প্রয়োজন ছিল। এই ভোট না পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ায় তিনি এবং ট্রাম্প তা প্রত্যাহারে একমত হয়েছেন বলে মন্তব্য করেছেন রায়ান। তবে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ; সিনেট এবং হাউসে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ।
এদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিরোধিতা করেছেন ২৮ থেকে ৩৫ জন রিপালিকান। এর আগে এক সমীক্ষায় মাত্র ১৭ শতাংশ মার্কিন নাগরিক ওই বিলে নিজেদের সমর্থন রয়েছে বলে জানায়।
সূত্র : বিবিসি।
এসআইএস/এমএস