মেঘ ছুঁয়ে ভবন নামবে ‘ইউ’ আকৃতি হয়ে


প্রকাশিত: ০৯:২২ এএম, ২৪ মার্চ ২০১৭

বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার নির্মাণ হতে যাচ্ছে নিউইয়র্কে। ইতোমধ্যেই বিগ ব্যান্ড নামের ইউ আকৃতির ওই টাওয়ারের নকশা প্রকাশ করা হয়েছে। আকাশচুম্বী বিগ ব্যান্ড অনেকের কাছেই অবিশ্বাস্য বলে মনে হতে পারে। এই টাওয়ার নির্মাণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবে নিউ ইয়র্ক। খবর ডেইলি মেইল।

New-York

বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারটির নকশায়, একপাশ থেকে আকাশচুম্বী উচ্চতায় উঠার পর আবার অন্যপাশ দিয়ে তা নিচে নেমেছে। লিফটের সাহায্যে অনায়াসেই সম্পূর্ণ টাওয়ারটি ভ্রমণ করা যাবে। অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে সরু মিনার বলেই মনে হবে।

New-York

চার হাজার ফুট লম্বা কাচ দিয়ে বেষ্টিত টাওয়ারে লিফট চলাচলের এই নকশাটিও সব থেকে আধুনিক হবে। এই টাওয়ারে সবসময় আনুভূমিকভাবে লিফট চলাচল করবে। লিফট উপরে নিচে নামানোর নির্দেশনাও আনুভূমিকভাবেই কার্যকর হবে।

New-York

কেএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।