যোগীর রাজ্যে শতাধিক পুলিশ বহিষ্কার


প্রকাশিত: ০৬:০২ এএম, ২৪ মার্চ ২০১৭

কট্টর হিন্দুবাদী নেতা যোগী আদিত্যনাথ বিজেপির রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় শতাধিক পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। খবর এনডিটিভি এবং টাইমস অব ইন্ডিয়ার।

এই বহিষ্কারের মধ্য দিয়ে উত্তর প্রদেশের পুলিশকে কঠোর বার্তা দেয়া হয়েছে যে, আইন ও নির্দেশনার ব্যাপারে কোনো গাফিলতি চলবে না।

বহিষ্কৃতদের মধ্যে অধিকাংশই পুলিশের কনস্টেবল। গাজিয়াবাদ, মেরুত ও নোদিয়াতেই বেশিরভাগ কনস্টেবলের বহিষ্কারের ঘটনা ঘটেছে। অপরদিকে, লক্ষ্ণৌতে সাতজন ইন্সপেক্টরকে বহিষ্কার করা হয়েছে।

উত্তর প্রদেশ পুলিশের মুখপাত্র রাহুল শ্রীবাস্তব জানান, ডিজিপি জাভেদ আহমেদ কয়েকদিন আগে পুলিশের একটি কালো তালিকা তৈরি করেছেন। ঐ তালিকা ধরেই শতাধিক পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এটা একটা উদাহরণ হয়ে থাকলো।

যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে বের হওয়ার ঘণ্টাখানেক পরেই রাজ্য পুলিশ প্রধান ও মুখ্য সচিব দেবাশীষ পান্ডা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল পুলিশ সুপারকে সতর্ক বার্তা দিয়েছেন।

কেএ/টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।