লন্ডন হামলা : নিরাপদে আছেন টিউলিপ


প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৩ মার্চ ২০১৭

ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও শেখ রেহানার মেয়ে রেজোয়ানা সিদ্দিকী টিউলিপ এক টুইটে জানিয়েছেন নিরাপদে আছেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি হামলার পর প্রথম টুইটে লেখেন, আমি ভালো আছি, আমার অফিসও নিরাপদ। পার্লামেন্টে ‘সেফ রুমে’ আছি। এখানে ইন্টারনেটের অবস্থা ভালো না। ইতিবাচক বার্তার জন্য ধন্যবাদ।

এর প্রায় ৭ ঘন্টা পর আরেকটি টুইটে তিনি লেখেন, ওয়েস্টমিনিস্টিারের মানুষেরা আজ তাদের সেরাটা দেখিয়েছেন। নিজেদের জীবন ঝুঁকিতে নিয়ে তারা আমাদের রক্ষা করেছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ, ধন্যবাদ লন্ডনকেও।

উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ব্রিটেনের পার্লামেন্ট ভবনের বাইরে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে পুলিশের গুলিতে নিহত হন এক হামলাকারী।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৫ জনে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।