বন্ধুকে বিয়ে করলেন সোনালি মুখার্জি
অ্যাসিড হামলার সারভাইভার সোনালি মুখার্জি। যাকে চিনিয়েছিলেন কৌন বনেগা ক্রোড়পতির শো। সেই সোনালি মুখার্জি গত বৃহস্পতিবার বন্ধু চিত্তরঞ্জন তিওয়ারিকে বিয়ে করেছেন। দুই পরিবারের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
জামশেদপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র চিত্তরঞ্জন ওড়িশার ভূষণ স্টিলে কর্মরত। সোনালির সাহসের গল্পো শুনে ও আত্মবিশ্বাস দেখে তার প্রতি আকৃষ্ট হন চিত্তরঞ্জন। ফেসবুকে বন্ধুত্ব থেকে প্রেম। এরপর সোনালিই প্রথম বিয়ের প্রস্তাব দেন চিত্তরঞ্জনকে। ১৫ এপ্রিল রেজিস্ট্রির পর চলতি মাসের শেষের দিকে হতে চলেছে ধর্মীয় মতে বিয়ে।
উল্লেখ্য, ২০০৩ সালের ২২ এপ্রিল নিজের বাড়ির ছাদে ঘুমোচ্ছিলেন ১৮ বছরের সোনালি। সেই সময় কিছু দুষ্কৃতি অ্যাসিড ছোঁড়ে। এ হামলার ফলে বিকৃত হয়ে গিয়েছে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ। পরে অস্ত্রপচারের পর বর্তমান চেহারা পান সোনালি।
আরএস/আরআই