সেনা দিবসে ইরানের ক্ষেপণাস্ত্র প্রদর্শন


প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

ইরানের জাতীয় সেনাবাহিনী দিবসের কুচকাওয়াজে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইরানি সংস্করণ প্রদর্শন করা হয়েছে। শনিবার রাজধানীর তেহরানে দেশটির সেনাবাহিনীর আরও কিছু সাফল্য তুলে ধরা হয়। ইমাম খোমেনির (রহ) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর চৌকস ইউনিটগুলো অংশ নেয়।

এ কুচকাওয়াজে ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর-৩৭৩ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হয়। ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কর্ম দক্ষতার দিক থেকে রুশ নির্মিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতোই এবং এটি দিয়ে অনেক উঁচু দিয়ে আসা শক্র ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যাবে।

এছাড়াও কুচকাওয়াজে রাসুল এবং ফখর নামের যোগাযোগ, কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থাও প্রদর্শন করা হয়। ফখরের মাধ্যমে বিমান প্রতিরক্ষার সঙ্গে জড়িত সব তথ্য সংগ্রহ করা সম্ভব। এ ব্যবস্থার মাধ্যমে আকাশ ও ভূমিভিত্তিক সব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা সম্ভব।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।