ব্রিটেনের পার্লামেন্ট ভবনের বাইরে ছুরি হামলা, গোলাগুলি


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২২ মার্চ ২০১৭

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী দুর্বৃত্তরা। হাউস অব পার্লামেন্টের বাইরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও আহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সেন্ট্রাল লন্ডনে হাউস অব পার্লামেন্টে ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনার পর সংসদ মুলতবি ঘোষণা করা হয়েছে। এছাড়া কর্মকর্তাদের পার্লামেন্টের ভেতরে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, পার্লামেন্টের বাইরে এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। তবে তিনি মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্স বলছে, পার্লামেন্ট ভবনের বাইরে একটি সেতুর কাছে হামলায় অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।