পাহাড়ে আন্দোলনের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৮ এপ্রিল ২০১৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাহাড়ে আন্দোলনের প্রয়োজন নেই। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের যে অঙ্গিকার তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

শনিবার সকালে বান্দরবান-কেরানীহাট সড়কের উপর নির্মিত হাঙ্গর ব্রিজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমানসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা ।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি এবং আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা কর্তৃক ১ মে থেকে অসহযোগ আন্দোলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেয়ার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, শান্তি চুক্তির আগের পার্বত্য চট্টগ্রাম আর পরের পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড মিলিয়ে দেখুন।

তিনি আরও বলেন, সরকার পার্বত্য জেলার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। গত কয়েক বছরে তিন পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, বান্দরবান পার্বত্য জেলার থানছি-আলিকদম সড়ক উদ্বোধনের জন্য আগামী মে মাসের যে কোনো দিন বান্দরবান সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবান পার্বত্য জেলা সফরে আসেন।

প্রসঙ্গত, ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ বান্দরবান-কেরানীহাট সড়কে দস্তীরহাট হাঙর ব্রিজ নির্মাণ করছে।

এসএস/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।