শ্লীলতাহানির বিচার না হলে কঠোর আন্দোলন : ছাত্র ইউনিয়ন


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৮ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ্লীলতাহানির ঘটনায় আগামী মঙ্গলবারের মধ্যে বিচার না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক। তিনি বলেন, নারী শ্লীলতাহানির চারদিন গত হয়ে গেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। মঙ্গলবারের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে বুধবার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে।

এ সময় তারা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে ঢাবি প্রক্টরের অপসারণ, যৌন নিপীড়নকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে, কর্তব্যরত পুলিশের দায়িত্বে অবহেলার বিচার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উচ্চ আদালত নির্দেশিত যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, সর্বক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়ভাবে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ এপ্রিল সারাদেশে বিক্ষোভ ও সংহতি সমাবেশ, ২০ এপ্রিল সকাল ১১টায় অপরাজেয় বাংলা থেকে কার্জন হল পর্যন্ত মানববন্ধন, ২১ এপ্রিল সকাল ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ।
 
এমএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।