‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে’
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ওনসান থেকে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। তবে কয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল বা ক্ষেপণাস্ত্রগুলো কোন ধরনের সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। তবে জাতিসংঘের এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও বার বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া।
চলতি মাসের শুরুর দিকে জাপানের জলসীমায় চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার সময়ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই পরীক্ষাকে হুমকি হিসেবে দেখা হচ্ছে।
টিটিএন/আরআইপি