ব্রাজিলে বন্দুকধারীদের গুলিতে ভূমি অধিকারকর্মী নিহত


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২২ মার্চ ২০১৭

ব্রাজিলে বন্দুকধারীদের গুলিতে এক ভূমি অধিকারকর্মী নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে পাঁচ বন্দুকধারী ওয়ালডোমিরো কোস্টা পেরেইরা নামের ওই অধিকারকর্মীকে গুলি করে হত্যা করেছেন।

পেরেইরা ব্রাজিলের ভূমিহীন শ্রমিক আন্দোলনের কর্মী ছিলেন। এছাড়া ব্রাজিলের ওয়ার্কার্স পার্টির সদস্যও ছিলেন তিনি।

এর আগেও হত্যা চেষ্টায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেরেইরা। ব্রাজিলের ভূমি সংস্কার আইনের দাবীতে বিক্ষোভে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ১৯৯৬ সাল থেকে কৃষি জমি পুনর্বন্টনের পক্ষেও কাজ করছিলেন পেরেইরা।

ব্রাজিলের উত্তরে পেরুপেবাস শহরের মেয়র ডারসি জোস লারম্যান জানান, নিজ বাড়িতে হামলায় গুরুতর আহত অবস্থায় কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোস্টা পেরেইরা। তারপর থেকেই হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

কোস্টা পেরেরা হত্যাকান্ডের বিষয়য়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। ব্রাজিলে জমি নিয়ে বিরোধে সহিংসতা নিত্য ঘটনায় পরিণত হয়েছে। গত বছর দেশটিতে ৬১ জন ভূমি অধিকার কর্মীকে হত্যা করা হয়েছে।

কেএ/টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।