দুবাইয়ে ভারী বর্ষণে ৮ ঘণ্টায় ১৬০ সড়ক দুর্ঘটনা


প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২১ মার্চ ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ৮ ঘণ্টায় ১৬০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

দুবাই পুলিশ কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল আরিফ গারেব আল-শামসি জানান, সোমবার (২১ মার্চ) দিনগত ১২টা মধ্যরাত থেকে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এ সময়ে আমাদের পুলিশ কন্ট্রোল রুমে এক হাজার ৪শ ২৩টি কল পেয়েছি।

তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় চালক এবং রাস্তা ব্যবহারকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন এবং মনোযোগ দেয়া উচিত। তিনি চালকদের ধীরে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।