কপাল বেচে খুলল কপাল


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২১ মার্চ ২০১৭

কপাল খুলে দিয়েছে কপাল! তবে শুধু কপাল নয়; তার মগজটাও উত্তম, একথা স্বীকার না করে উপায় নেই। না হলে নিজের কপালকে ‘বিজ্ঞাপনের জায়গা’ হিসেবে বিক্রি করার অদ্ভুত উদ্ভাবনী বুদ্ধি মাথায় আসে কখনও? অবিশ্বাস্য মনে হলেও সত্যি, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যান্ড্রু ফিশার নিজের কপালে বিজ্ঞাপন সেঁটে ঘুরে বেড়ান। আর এ জন্য চড়া দামও নেন তিনি।

২০০৫ সালের ঘটনা। অনলাইনে কেনা-বেচার ই-কমার্স সাইট ই-বে’তে অ্যান্ড্রু ফিশার নিজের কপালকে নিলামে তুলে বিক্রি করেন। এক সংস্থার লোগো কাগজে ছাপিয়ে ছবিসহ নিজের কপালে তা সেঁটে বিজ্ঞাপন দেন তিনি। অচিরেই নিলামে ওঠা কপালের কপালে জোটে ২৪ লাখ টাকা।

ফিশারের কপাল ভাড়া নেয় স্নোর স্টপ নামের এক সংস্থা। সেই শুরু, আর তারপর থেকেই তিনি ভিন্ন ধারার বিজ্ঞাপন গুরু...।আজও চলছে তার কপাল বেচার রমরমা ব্যবসা! জি নিউজ।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।