অলিম্পিক ভেন্যুতে মাছ চাষ!


প্রকাশিত: ০২:৪৬ এএম, ১৮ এপ্রিল ২০১৫

২০১৬ সালের অলিম্পিকের আয়োজক দেশ ব্রাজিল। সম্প্রতি দেশটির রিও ডি জেনিরোও শহরে গুয়ানাবারা বে অঞ্চলের লাগোয়া নামে একটি অগভীর হ্রদে কয়েক টন মাছ ধরা পড়েছে। এ হ্রদেই অলিম্পিকের রোয়িং (দাঁড় টানা) ও ক্যানোয়িং (ডিঙি নৌকা বাওয়া) ইভেন্ট হওয়ার কথা রয়েছে। খবর বিবিসি।

তবে ধরা পড়া মাছগুলো ছিল মরা। কর্তৃপক্ষ হ্রদ থেকে ইতিমধ্যে ৩৩ টনের বেশি মরা মাছ সরিয়ে ফেলেছে। গত সপ্তাহ থেকে ৬০ জনের একটি দল মৃত মাছ অপসারণের কাজ করছে। বিশেষজ্ঞরা জানান, পানিতে অত্যাধিক মাত্রায় দূষণের ফলে অক্সিজেনের অভাবে এত বিপুল পরিমাণ মাছ মারা গেছে।

এর আগে মরা মাছের উৎকট গন্ধে অতিষ্ট হয়ে গুয়ানাবারা বে অঞ্চলের বাসিন্দা ও রোয়িং ক্লাব সদস্যরা অভিযোগ দায়ের করেন।

গত বৃহস্পতিবার রিও ডি জেনিরোর পরিবেশ বিষয়ক দফতর জানায়, হ্রদের পানির তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের কারণে ওই ঘটনা ঘটে।

দেশটির পরিবেশবিদ ও বিজ্ঞানীরা অবশ্য পরিবেশ দফতরের এ বিশ্লেষণ নাকচ করে দিয়ে পানি দূষণকেই কারণ হিসেবে দায়ী করছেন।

এ ঘটনায় ২০১৬ অলিম্পিকের বেশ কয়েকটি ইভেন্টের জন্য নির্ধারিত হ্রদটির সঠিক রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।